ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে সহস্রাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন বিবিসি পার্সিয়ানের সাংবাদিক জিয়ার গোলসহ একাধিক আন্তর্জাতিক সূত্র।
জিয়ার গোল জানান, তাঁর কাছে থাকা তথ্যের ভিত্তিতে ‘আত্মবিশ্বাসের সঙ্গে বলা যায়’—মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। তিনি মন্তব্য করেন, ইরান সরকার অতীতে শক্তি প্রয়োগ করলেও এবারকার পরিস্থিতি “একেবারেই নজিরবিহীন”।
রয়টার্সও একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দেশজুড়ে চলমান সংঘাতে মৃতের সংখ্যা প্রায় ২ হাজারের মতো হতে পারে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ বেসামরিক নাগরিক উভয়ই রয়েছে। ওই কর্মকর্তা বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে এসব মৃত্যুর জন্য তাদেরকেই দায়ী করেছেন।
এর আগে, এক ব্রিফিংয়ে জাতিসংঘ মানবাধিকার অফিসের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, বিভিন্ন রিপোর্টে শত শত মানুষের নিহত হওয়া এবং হাজার হাজার বিক্ষোভকারীর আটক থাকার তথ্য পাওয়া যাচ্ছে।
মানবাধিকার বিষয়ক একটি স্বাধীন সংস্থা গতকাল জানায়, তাদের ধারণা অনুযায়ী কমপক্ষে ৬৫০ জন নিহত হয়ে থাকতে পারে। তবে পরিস্থিতি এখনও অস্থির থাকায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।