চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের গঠিত টাস্কফোর্সের নিয়মিত অভিযানে ৪ মাদক কারবারী আটক হয়েছে। অভিযানে গাঁজা উদ্ধার করা হয়েছে।
১৩ জানুয়ারী বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পি.টি.আই বস্তি এলাকায় চালানো অভিযানে আটক হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই জোড়বাগান মহল্লার মৃত সেন্টুর স্ত্রী মোসা: কিসমত আরা (৪৭), পি.টি.আই এলাকার মোঃ হৃদয় এর স্ত্রী মোসা: নিসা বেগম (৩০), নয়ন শুকা কামারপাড়ার মোঃ মজিবর রহমানের মেয়ে মোঃ জহুরুল ইসলাম (৩৫) এবং রেহাইচর আদর্শপাড়ার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ রহমত আলী (৪০)।
এসময় ৪ জনের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি-দের বিরুদ্ধে পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক মামুনুর রশীদ পৃথক ভাবে প্রসিকিউশন দাখিল করেন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তায়েফ উল্লাহ হুজাইফ শুনানি শেষে, প্রথম আসামিকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় আসামিকে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, তৃতীয় ও চতুর্থ আসামিকে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে এক প্রেসনোটে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।