কেরাণীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে এ ধরনের গুপ্ত হামলা চালানো হচ্ছে।
”শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন কেরাণী গঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে বৃহস্পতিবার রাতে হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। হাসান মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
বিএনপি মহাসচিব বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” ক্রমবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর ওপর জোর দেন তিনি।
এই সময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে ভয়শূন্য পরিবেশ সৃষ্টি আহ্ববান জানান।