মা ও মেয়েকে বিয়ের পর অধিক লালসা পুরণে ব্যর্থ হয়ে এবার মেয়ের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় জামাল শেখ নামের জনৈক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
শনিবার ১ ফেব্রুয়ারি সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বিল-ডাউলি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামাল শেখের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিরআট গ্রামে।
বিশ্বস্তসূত্রে জানা যায়, ২০১৩ ইং সালে প্রথম মাকে বিয়ে করে জামাল শেখ। এরপর বিবাহীত স্ত্রীকে নিয়ে সে অণ্যত্র বসবাস করতে থাকে। এর ফাকেঁ লম্পট জামাল শেখ কোন এক সময় মোবাইল ফোনে নিজের সতালো মেয়ের গোসলের দৃশ্য ধারন করে তাকে কু-প্রস্তাব দিতে থাকে। এতে মেয়ে রাজী না হলে ধারন করা ভিঢিও দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হমকি দেয়।এতে ভীত হয়ে সে জামাল শেখকে বিয়ে করতে বাধ্য হয়।
বিয়ের কিছু দিন পরই চতুর জামাল শেখ প্রবাসে (ওমান) চলে যায়। প্রবাস থেকে দেশে ফিরে সে ঐ তরুণীকে নিয়ে ঘর সংসারে করতে থাকলে নানান কারণে তরুনী জামালকে সন্দেহ করতে থাকে ।
এতে জামাল শেখ ক্ষুদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর গোপন মেলামেশার অসংখ্য ভিডিও দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করে। বিষয়টি বুঝতে পেরে ওই তরুণী তার বাবার বাড়ি চলে যায়।
পরবর্তীতে জনৈক আইনজীবীর মাধ্যমে জামাল শেখকে সে তালাক দেয়। পরে মেয়েটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জনৈক এক যুবককে বিবাহ করে ঘর-সংসার করতে থাকে।
এতে জামাল শেখ ক্ষিপ্ত হয়ে মোবাইলে ধারনকৃত পূর্বের অন্তরঙ্গ ছবি ও ভিডিওগুলি নতুন স্বামী ও তার পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেয়। এ প্রেক্ষিতে ওই তরুণী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফি আইনে জামালের বিরুদ্ধে মামলা করলে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনার সততা স্বীকারে করে বলেন, পর্নোগ্রাফি মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।