বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরক আইনের মামলায় মো. মনির (৩৭) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে চট্টগ্রামে নগরীর চান্দগাঁও থানা পুলিশ। জানা গেছে, গ্রেফতার মনির ভোলার লালমোহন থানার মো. হানিফের ছেলে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চান্দগাঁও থানার মোহরা কাজীর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলা ও বিস্ফোরক আইনে গত নভেম্বরে দায়ের হওয়া এক মামলায় এজাহারনামীয় আসামি মো. মনিরকে গ্রেফতার করা হয়েছে।
মনির নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাকে শনিবার দুপুরে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।