টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলা থেকে সাবেক এমপি, মেয়রসহ ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল হাসান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ আলী ও কবির হোসেন। তারা দুজনে জামিনে থেকে পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন, সাবেক এমপি আমানুর রহমান খান রানা, তার ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনসহ ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার সরকারি কৌঁসুলি মোহাম্মদ সাইদুর রহমান স্বপন বলেন, দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক এমপি আমানুর রহমান খান রানাসহ ১০ জন খালাস পেয়েছেন।
উল্লেখ্য ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।