আফিমের নেশা করা
প্রতিক্ষায় প্রাণ,
এলোমেলো কথা মালায়-
গায় গীত গান।।
আকাশের অসীমতা
কূল-মানহীন যার,
বলি হরি, ঢলে পড়ি
আমি তারে পুজিঁবার।।
হাসিঁমাখা মুখে আমি
কালিন্দীর নাম লই,
পুজাঁর ঢালা সাজিয়ে
অভিরাম দুঃখ সই।।
স্বপ্ন দেখি, চাদেঁর আলো
অন্ধ কুটিরে আসি
সনাৎ ঘটিকায়
প্রেম ঢালে রাশি রাশি।।
নগ্নতায় আমার আশা
বুকের উপর বসি,
-গর্দান চেপে ধরে,
তিরস্কারের বলন কষি।।
নিঃশ্বাস ক্রমশই হয় ক্ষীণ
তবু. বেহায়া মন,
চয়নিকার পিছেই ছুটে,
করে নিলর্জ্জ পণ।।
দিন কাঁটে কোলাহলে
-অবুঝ বির্দীণতায়,
সন্ধ্যায় জেকে বসে,
যৌবিক জড়তায়।।
দ্বি-প্রহর, রাত্রিতে
শুনি, অচেনা শব্দ,
-সময়ের ধীর চলা
এ-জীবনের জব্দ।।
দু,চোখে অশ্রু ঝড়ে
-কালের গভীরে,
স্মৃতি গুলো কুড়ে খায়
শতাব্দীর সমীরে।।
বেচেঁ আছি এখনো
এটাই নাকি সত্য !!
ভাল লাগার পথ ধরে
-বাচিঁতে-ই, মত্ত।।
মূলহীন- ভুল চলা
পঙ্কের পদ্ম,
বিনা তারে পরশন
– বিষাদের গদ্য।।
এটাই বুঝি ইতিকথা
-অসীমের চেনাপথ,
আশা নিয়ে উষা আসে
চিরচেনা অভিমত।।
https://forum.daffodilvarsity.edu.bd/index.php/topic,64968.0.html