জয়টা নিজেদের করে নিলো ফরচুন বরিশাল। আর চিটাগং কিংসকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। চিটাগংকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠলো তামিম ইকবালের দল বরিশাল।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৯ রান করে চিটাগং। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় গত বারের চ্যাম্পিয়ন বরিশাল।
১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের লাগাম শুরু থেকেই ধরে রেখেছিল বরিশাল। দেখেশুনে শুরু করেন দুই ওপেনার তামিম ও তৌহিদ হৃদয়। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে করেন ৪০ রান। তবে তাদের জুটি ভাঙে ৫৫ রানের মাথায় ২৯ করে তামিম সাজঘরে ফিরলে।
এরপর হৃদয় ও দাভিদ মালান দলকে নিয়ে যান জয়ের বন্দরে। হৃদয়ের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৮২ রান। মালান অপরাজিত থাকেন ৩৪ রানে। আর তাতেই ফাইনাল নিশ্চিত করে তামিমের দল।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা প্রত্যাশা মত করতে পারেনি মোহাম্মদ মিঠুনের দল। ওপেনার খাজা নাফে ফেরেন ৪ রান করে। চিটাগংয়ের হয়ে আসর জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা গ্রাহাম ক্লার্ক ফেরেন মাত্র ৬ রান করেই। অধিনায়ক মিঠুনও এদিন ফেরেন মাত্র ১ রান করে।
পাওয়ারপ্লেতে ৪২ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। এরপর দলের হাল ধরেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটো-য়ারী। দুজনে গড়েন ৫০ রানের জুটি। ৩৬ রান করে ইমন সাজঘরে ফিরলেও দলের বিপর্যয় সামাল দেন শামীম। ২৯ বলে তুলে নেন অর্ধশতক। শামীমের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৭৯ রানের ইনিংস।
শামীম আর ইমন ছাড়া চিটাগংয়ের আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আর তাতেই ৯ উইকেটে ১৪৯ রানে থামে চিটাগং।
এই জয়ে টানা দুই আসরে ফাইনালে উঠলো তামিমের দল বরিশাল। আর ম্যাচ হেরে চিটাগংকে খেলতে হবে এলিমিনেটরে জেতা দল খুলনা টাই-গার্সের বিপক্ষে। বুধবার অনুষ্ঠিত হবে খুলনা-চিটাগংয়ের দ্বিতীয় কোয়া-লিফায়ার।