চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে পদন্নতিপ্রাপ্ত) আবুল কালাম সাহিদ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তরিকুল ইসলাম, জেলা সুপার মোঃ শরিফুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ পৌর-সভার সচিব মোঃ মামুনুর রশিদ, জেলা শিক্ষা (ভারপ্রাপ্ত) অফিসার মোঃ আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী, মহিলা ও শিশু সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, দৈনিক গৌড় বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আজিজুর রহমান শিশির, দৈনিক চাঁপাই দপর্ণ’র নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলীসহ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরিফ উদ্দিনসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান।
সভায় দিবসটি ভাবগাম্ভির্য ও যথাযথভাবে পালনে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণসহ নানা কমূর্সচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সভায় ভাষা শহিদদের সঠিক নাম উচ্চারণ করার জন্য গুরুত্ব দেয়া হয়। ২১ ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়।
বিকাল ৪ চায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুক্ত মঞ্চে হবে বলে আলোচনা সভায় সিদ্ধান্ত নেয়া হয়। দিবসটি উপলক্ষে মসজিদ ও মন্দির-গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে দোয়া ও প্রার্থণার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।