নরসিংদীর রায়পুরায় গুলিবিদ্ধ হয়ে শান্তা ইসলাম নামে এক গৃহবধূ মারা গেছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শান্তা ইসলাম একই গ্রামের শাকিল খানের স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, অস্ত্র নিয়ে স্বতন্ত্র থেকে নির্বাচিত ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা চালান একদল লোক।
এ সময় তাদের বাধা দিতে গেলে চেয়ারম্যানের চাচাতো ভাই শাকিল খানের স্ত্রী শান্তা গুলিবিদ্ধ হয়। এসময় এগিয়ে এলে আরও কয়েকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে শান্তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ রাসেল জানান, আমার বাড়ি ও ইউনিয়ন পরিষদে ভাঙচুরসহ লুটতরাজ চালানো হয়। বাড়িতে আমার দুই চাচা ও মহিলারা ছিলেন। বাধা দিতে গেলে নারীসহ পাঁচজনকে গুলি করে পালিয়ে যান তারা।
রায়পুরা থানার ওসি জানান, একজন নিহত হয়েছেন। কী নিয়ে গুলি করা হয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।