শিবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (১৬ই ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক মোঃ শাহজাহান মিয়ার বাড়ির সামনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শাহ- জাহান মিয়া নবগঠিত উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে বরণ করেন।
এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির নব গঠিত উপজেলা কমিটির আহ্বায়ক ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ অন্যরা।
নবগঠিত উপজেলা নেতৃবৃন্দ ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও। এসময় বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।