ইবির নতুন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার

0
221
আদিল সরকার, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন। আগামী এক বছর তিনি এ দিয়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১৮ ডিসেম্বর পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের মেয়াদ শেষ হয়। তার মেয়াদ শেষ হওয়ার ২৬ দিন পর  আজ বৃহস্পতিবার নতুন প্রশাসক হিসেবে অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে এ পদে দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আগামী এক বছর তিনি তার দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
এর আগেও অধ্যাপক ড. আনোয়ার পরিবহন প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, সহকারী প্রক্টর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একইসাথে তিনি প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ-ইবি শাখার সহ-সভাপতি ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. আনোয়ার জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে যে দায়িত্ব দিয়েছেন সততা ও নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here