বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

সাইফ ঘটনায় মুখ খোলেন স্ত্রী কারিনা কাপুর

রিপোর্টার নাম
  • আপডেটের সময়: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৭১ সময় দেখুন

বুধবার গভীর রাতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজ বাসভবনে এক বা একাধিক দুর্বৃত্ত হামলা চালায় সাইফের ওপর। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তার শরীরকে। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন অস্ত্রোপচার চলছে অভিনেতার।

এবার এই ঘটনায় মুখ খুললেন সাইফের স্ত্রী কারিনা কাপুর খান। পুরো ঘটনা নিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন কারিনা কাপুর খানের জনসংযোগ কর্মকর্তা। কারিনা সেই বিবৃতিতে জানিয়েছেন, ‘সাইফ হাতে আঘাত পেয়েছেন। আর তাই হাসপাতালে ওর চিকিৎসা চলছে। পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন। পুলিশ এরই মধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছে।

আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য রাখার জন্য আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে এ নিয়ে কেউ কোনো গুজব ছড়াবেন না। এ ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করছেন ও দুশ্চিন্তায় আছেন, এ কারণে আপনাদের ধন্যবাদ।’

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল রাতে এক অনুষ্ঠানে হাজির ছিলেন কারিনা। তিনি তার বোন কারিশমা কাপুর, অভিনেত্রী সোনম কাপুর, রিয়া কাপুরসহ অন্য বন্ধুদের সঙ্গে একটি আয়োজনে উপস্থিত ছিলেন। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন কি না, নিশ্চিত হওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD