মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

বড় পর্দায় ফিরছেন জেনেলিয়া

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩০৩ সময় দেখুন

বেশ লম্বা সময় পর আবার বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী জেনেলিয় ডি’সুজা। তাও আবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের ‘সিতারে জমিন পার’ সিনেমার মধ্য দিয়ে। এরই মধ্যে গত ১৩ মে মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার।

সেখানে যতটুকু দেখা গেছে, তাতেই দর্শক এই সিনেমার গল্প,অভিনয়ের প্রশংসা করেছেন। অন্যদিকে ট্রেলারে উঠে এসেছে জেনেলিয়ার চরিত্রের এক ঝলক, যা সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিচ্ছে।

আইএএনএস-এর সঙ্গে এক কথোপকথনে জেনেলিয়া জানিয়েছেন যে, বহু বছর পর আবার আমির খানের সঙ্গে কাজ করতে পেরে তিনি নিজেকে ‘বিশেষ’ মনে করছেন।

নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘আমি আগে যত চরিত্র করেছি তার থেকে এটি একেবারেই আলাদা। চরিত্রটি খুবই ইমোশনাল, বিভিন্ন স্তরে বিভক্ত এবং গভীরভাবে মানবিক।’

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন জেনেলিয়া। সেইসঙ্গে এই সিনেমার মাধ্যমেই তিনি টাইমলাইনে উঠে আসেন। এই সিনেমার সঙ্গেও জড়িয়ে ছিলেন আমির খান।

কারণ, তিনি এটি প্রযোজনা করেছিলেন। সিনেমায় জেনেলিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন আমিরের ভাগ্নে অভিনেতা ইমরান খান।

আর. এস. প্রসন্ন পরিচালিত ‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খান এবং জেনেলিয়া ডি’সুজা ছাড়াও ১০ জন নতুন অভিনেতাকে বলিউড ইন্ডাস্ট্রিতে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

তারা হলেন, আরুষ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ‘সিতারে জামিন পার’ পুরোপুরি মৌলিক সিনেমা নয়। এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনস’-এর প্রেরণায় নির্মিত হয়েছে। ট্রেলার মুক্তির পর যদিও নেটিজেনদের অনেকেই কটাক্ষ করেছেন।

তাদের মতে, তিন বছর পর আমিরের উচিত ছিল দারুণ কিছু দিয়ে প্রত্যাবর্তন করা। যেমনটা শাহরুখ খান করেছিলেন ‘পাঠান’ দিয়ে। কিন্তু এই সিনেমা মনে হয় না দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে।

উল্লেখ্য, আমির খান, অপর্ণা পুরোহিত এবং রবি ভাগচন্দকা প্রযোজিত, দিব্য নিধি শর্মা রচিত এটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD