মুক্তির ধূ‘য়াশা
যুক্তির আসরে-
কথা নয়, চুপ-থাকা
গণতন্ত্রের বাসরে।।
হিউম্যানেটিস মুঠিবদ্ধ
শোষকের যুক্তিতে,
লিডাররা অ্যাবসুলেট-
জনতার মুক্তিতে।।
সংস্কৃতির আড়ালে
নগ্নতা বরিষণ,
ভিষন্নতায় জাতীয়তা-
লুন্ঠিত সিভিলাইজেশন।।
রিলিজনের সীমানা
দেয়ালের প্রাচীরে,
ল‘লিতে ছিলে কলা-
হাঁফ ছেড়ে বাচিঁতে।।
ফেসবুকে লেনাদেনা
চলছে, বিলেতি ভাবনা,
গুণিতায় বন্দি-
তার ছেড়া, পাবনা।।
আহা, আছি বেশ
নীতি কথার মন্ত্র,
ডুগ-ডুগি বারকোর্ট
অধিকার তন্ত্র।।
কথা নয়, লীলা চলে
গিলবার্টের রাজ্যে,
বিভিষনেরা দুষ্ট
কর্ম আর কার্যে।।