বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.
শিরোনাম :
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে চট্টগ্রামের লোহাগড়ায় বাস ও মাইক্রো-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০ সাটুরিয়ার পৌশুড়ায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ! সাটুরিয়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করতে গিয়ে বেদম মারপিটের শিকার ! আমরা কখনো বলিনি আগে নির্বাচন, তার পরে সংস্কার মানিকগঞ্জে জামায়াত নেতার বাড়িতে ভাঙচুর-আগুন ! নিউইয়র্ক টাইমসেরপ্রতিবেদন বাস্তবতার সঙ্গে তা অসঙ্গতিপূর্ণ ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’- খালেদা জিয়া বাংলাদেশকে দুই ভাগ করার হুমকি দিলেন বিজেপি নেতা নুমাল

স্থানীয় শিল্পসমূহের দক্ষতা বৃদ্ধি করতে হবে-বাণিজ্য উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময়: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৬৫ সময় দেখুন

চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় শিল্পসমূহের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। একইসঙ্গে তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ভ্যাটের আওতায় নিয়ে আসা এবং আনফর্ম ট্যাক্স রেট বা অভিন্ন করহার চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।

সোমবার (২৭ জানুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্মস ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তর-ণের প্রেক্ষাপটে দেশে ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের দক্ষতা বাড়ানো অত্যাবশ্যক। একই সঙ্গে অর্থ উপদেষ্টা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য প্রস্তুত হবার লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তাদের প্রতিযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন।

অর্থ উপদেষ্টা তার বক্তৃতায় আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশপাশি বেসরকারি খাতকেও সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সম্প্রতি অনুমোদিত স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

সেমিনারে বক্তব্য প্রদানকালে ইআরডি সচিব জনাব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির সময়মাফিক ও কার্যকর বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এর জন্য অন্যান্য সংস্থাভিত্তিক এই ধরনের আরও মাল্টি স্টেকহোল্ডার ডায়ালগের আয়োজন করা হবে বলে তিনি সেমিনারে উল্লেখ করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আব্দুর রহমান খান সেমিনারে তার বক্তৃতায় ট্যাক্স এক্সপেনডিচার বা কর প্রদান সংক্রান্ত আনুষঙ্গিক খরচ কমিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করেন।

কর্মশালায় প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এ কে এম বদিউল আলম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজিব এইচ চৌধুরী এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ারডার্স অ্যাসোসিয়েশানের প্রেসিডেন্ট জনাব কবির আহমেদ।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ার-ম্যান মো. আনোয়ার হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হোসেন আহমদ ও জনাব মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD