পিরোজপুরের সদর উপজেলায় এক স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করে পা ভেঙে দেওয়ার অভিযোগে উঠেছে বিএনপির ৮ নেতাকর্মীর বিরুদ্ধে। এই অভিযোগ পিরোজপুর সদর থানায় মামলা হয়েছে।
আহত স্কুলশিক্ষক বিপুল মৈত্র উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেছেন।
পিরোজপুর সদর থানা পুলিশ মামলার আসামি পিরোজপুর জেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান চানকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিরা হলেন, উপজেলা বিএনপি সভাপতি জিয়াউল ইসলাম, বিএনপি নেতা আকমল হোসেন, ছাত্রদল নেতা শেখ মেহেদী হাসান মৃদুল, সেজান সরদার, শেখ হাসিব, শেখ রনি ও স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম মোল্লা।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘‘একজন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় পিরোজপুর সদর থানায় ৮ বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এই ঘটনায় শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান চানকে গ্রেপ্তার করা হয়েছে।’’
স্থানীয় একাধিক বিএনপি নেতা জানান, নবগঠিত পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই গ্রুপের কোন্দলের জের ধরে স্কুলশিক্ষক বিপুল মৈত্রকে পিটিয়ে আহত করা হয়েছে।
তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সমর্থক। সদর উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চানের সমর্থকেরা এ হামলা করেছেন।