আচমকাই সইফ আলি খানের বাড়িতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির হানা। নায়ককে কপিয়ে চম্পট দেন সেই ব্যক্তি। শোনা যাচ্ছিল রক্তাক্ত সইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে যান তাঁর বড় ছেলে ইব্রাহিম আলি খান। টানটান উত্তেজনার ২৪ ঘণ্টা পর অবশেষে সইফ আলি খানের স্বাস্থ্য নিয়ে বিস্তারে জানালেন লীলাবতী হাসপাতালের ডাক্তারেরা। বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় কীভাবে হাসপাতালে পৌঁছালেন তিনি, কী অবস্থায়, কার সঙ্গে ছিলেন সইফ, সবটাই খোলসা করলেন এদিন সইফের চিকিৎসারত ডাক্তার। তিন ডাক্তার সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন, “ভাল আছেন সইফ আলি খান। সকালে বেশ কিছুক্ষণ হেঁটেছেন তিনি। বার করে আনা হয়েছে তাঁকে ICU থেকে।” প্রসঙ্গত, বুধবার মধ্য়রাতে তখন প্রায় সবাই ঘুমোচ্ছে আচমকাই সইফ আলি খানের বাড়িতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির হানা। নায়ককে কপিয়ে চম্পট দেন সেই ব্যক্তি। শোনা যাচ্ছিল রক্তাক্ত সইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে যান তাঁর বড় ছেলে ইব্রাহিম আলি খান। তবে ইব্রাহিম নন, ছেলে তৈমুর আলি খান এবং বাড়ির এক পরিচারক মিলে নায়ককে নিয়ে গিয়েছিলেন লীলাবতি হাসপাতালে। ডাক্তারের শিউরে ওঠা বিবরণে সত্যি সইফ রিয়েল হিরো।